১৮৪টি দেশ 'কোভেক্স প্রকল্পে' যোগ দিয়েছে: হু
  2020-10-20 14:35:37  cri
অক্টোবর ২০: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আদ্‌হানম গতকাল (সোমবার) জানান, ইতোমধ্যে ১৮৪টি দেশ ও অঞ্চল 'কোভেক্স প্রকল্পে' যোগ দিয়েছে।

এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, 'কোভেক্স' হলো বর্তমান বিশ্বে ন্যায়সঙ্গতভাবে টিকা বিতরণের কার্যকর ব্যবস্থা। তা ছাড়া, এটি বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারের সবচেয়ে কার্যকর ব্যবস্থা।

তিনি আরও বলেন, শীতকাল আসার সাথে সাথে মহামারী পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা প্রবলতর হচ্ছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে বিভিন্ন দেশের সরকারের উচিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ভাইরাসের বিস্তার রোধ করা এবং জীবন বাঁচানো।

এদিকে, হু'র পরিসংখ্যান অনুযায়ী, ১৯ অক্টোবর পর্যন্ত মোট ১৯৮টি টিকা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা চলছে এবং ৪৪টি ইতোমধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে পৌঁছেছে। (ইয়াং/আলিম/তান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040