অনলাইনে মহামারী প্রতিরোধসংক্রান্ত শর্ট ভিডিও প্রতিযোগিতায় পুরষ্কারপ্রাপ্ত ভিডিওসমূহ
  2020-10-20 14:35:01  cri

অক্টোবর ২০: চীনের গণমৈত্রী সমিতির উদ্যোগে আয়োজিত 'বিশ্ব মহামারী প্রতিরোধে আমরা একসাথে আছি' শীর্ষক আন্তর্জাতিক মহামারী প্রতিরোধসংক্রান্ত শর্ট ভিডিও প্রতিযোগিতায় পুরষ্কারপ্রাপ্ত ভিডিওগুলো বর্তমানে অনলাইনে দেখা যাচ্ছে।

চীনের গণমৈত্রী সমিতির পারিচালক লি সুং থিয়ান জানান, মানসিক শক্তি মহামারী প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন দেশের যুবক-যুবতীরা মহামারী প্রতিরোধের বিভিন্ন কাহিনী নিজেদের ক্যামেরায় বন্দি করেছেন। আশা করা যায়, এসব ভিডিওর মাধ্যমে বিশ্বের মানুষ মহামারী প্রতিরোধে উত্সাহ ও অনুপ্রেরণা পাবে।

উল্লেখ্য, প্রায় ৬ মাস ধরে চলা প্রতিযোগিতায় ২৬টি দেশ ও অঞ্চলের ৩৪০টি ভিডিওর মধ্যে ২২টিকে পুরষ্কার দেওয়া হয়।

https://www.cpaffc.org.cn/index/xiangmu/xiangmu_wengao_detail/id/85/lang/1.html

(ইয়াং/আলিম/তান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040