২০২০ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় প্রবৃদ্ধি অর্জনকারী একমাত্র দেশ মিসর: আইএমএফ
  2020-10-20 10:00:41  cri

অক্টোবর ২০: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গতকাল (সোমবার) "মধ্যপ্রাচ্য ও মধ্যএশীয় অঞ্চলে অর্থনীতির পূর্বাভাস' প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, মিসর ২০২০ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় প্রবৃদ্ধি অর্জনকারী একমাত্র দেশে পরিণত হবে; দেশটির প্রবৃদ্ধির হার ৩.৫ ছাড়িয়ে যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ অঞ্চলের বাকি দেশগুলোর জিডিপি ২০২০ সালে সংকুচিত হবে। তবে, ২০২১ সালে এসব দেশের জিডিপি প্রবৃদ্ধি ২.২ শতাংশ ছাড়িয়ে যাবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছর বাণিজ্য, পর্যটন ও বৈদেশিক মুদ্রার মন্দাবস্থার নেতিবাচক প্রভাব মিসরসহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় তেল আমদানিকারক দেশগুলোর ওপর পড়বে। (রুবি/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040