নব্বইয়ের দশকের জনপ্রিয় গান
  2020-10-22 14:51:02  cri


প্রযুক্তি উন্নয়নের কারণে বর্তমানে গান তৈরি ও প্রকাশের পরিমাণ অতীতের চেয়ে অনেক বেড়েছে। মানুষ আরো সহজে বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশের গান শুনতে পারে। তবে এত নতুন গানের মধ্যে কিছু পুরানো গান এখনও অনেক জনপ্রিয়। মানুষ সেসব গান বার বার শোনে ও গায়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে গত শতাব্দীর নব্বইয়ের দশকে প্রকাশিত কিন্তু, এখনও জনপ্রিয়- এমন কিছু চীনা গান শোনাবো।

প্রথম যে গানটি আমরা শুনবো তা একটি প্রফুল্ল নাচের গান। এর নাম 'তোমাকে ভালোবাসা শেষ হবে না'; গেয়েছেন হংকংয়ের জনপ্রিয় গায়ক কুও ফু ছেং। গানে প্রেমের মানুষের সঙ্গে ভালোবাসার কথা বলা হয়েছে। গানটি ১৯৯১ সালে প্রকাশিত হয় এবং সে বছরের সবচেয়ে জনপ্রিয় গানে পরিণত হয়। অনেক বছর পরও গানটি জনপ্রিয় হয়ে রয়েছে এবং নানা গায়ক বার বার গানটি গেয়েছেন। বন্ধুরা, এখন গানটি শুনি। গান ১

এবার আমরা শুনবো চীনের জনপ্রিয় গায়ক চৌ হুয়া চিয়ানের খুব কোমল একটি গান 'My Dearest Baby'। গানটি ১৯৯০ সালে প্রকাশিত হয়। নিজের ছেলের জন্য গানটি লেখা হয়েছে। গানের কথাগুলো অনেক ভালোবাসাসম্পন্ন। এতে বলা হয়, আমার প্রিয় ছেলে, আমি সমুদ্র পার হতে চাই, রংধনু ধরতে চাই, হারানো উল্কা খুঁজতে চাই, আকাশে উড়ে তারার খেলনা তোমাকে দেই, চাঁদে তোমার নাম লিখি, তারপর ফিরে তোমাকে চুমু দেই।

বন্ধুরা, এখন এই সুন্দর গান শুনবো। গান ২

এবার শুনবো চীনের জনপ্রিয় গায়ক লি মিংয়ের গান 'আজ রাতে তুমি আসবে কি?'। তিনি ছিলেন হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় একজন গায়ক। তিনি হংকংয়ের প্রায় সব ধরনের সংগীত পুরস্কার পেয়েছেন। এই গান ১৯৯১ সালে প্রকাশিত হয় এবং পরে বিভিন্ন টিভি নাটক ও চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। বন্ধুরা, চলুন গানটি শুনি। গান ৩

এখন আমরা শুনবো চীনের জনপ্রিয় গায়িকা লিন ই লিয়ান ও গায়ক লি চোং শেংয়ের গাওয়া খুব মুগ্ধ একটি যৌথ প্রেমের গান— 'যখন ভালোবাসা হারিয়ে গেছে'। গানটি ফ্রান্সের কান আন্তর্জাতিক চলচ্চিত্র ফেস্টিভালে গোল্ডেন পাম অ্যাওয়ার্ড পাওয়া প্রথম চীনা চলচ্চিত্র 'Farewell My Concubine' এর থিম সোং। বর্তমান গানটি চীনের সবচেয়ে ক্লাসিক দ্বৈত গানের অন্যতম। গান ৪

এবার আমরা শুনবো চীনের তাইওয়ানের জনপ্রিয় গায়িকা চিন চি চুয়ানের ১৯৯১ সালে প্রকাশিত একটি গান 'সমুদ্র পার হয়ে তোমাকে দেখতে এসেছি'। গানটি গায়িকার সত্য অভিজ্ঞতা থেকে রচিত। গানে অনেক দূরত্বের বাধা পার হয়ে প্রেমিক ও প্রেমিকার পুনর্মিলনের গল্প বলা হয়েছে। গায়িকার কোমল কণ্ঠে গানটি অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে।

বন্ধুরা, এখন চিন চি চুয়ানের গান 'সমুদ্র পার হয়ে তোমাকে দেখতে এসেছি' শুনবো। গান ৫

পরের গানের নাম 'প্রিয় প্রেমিক', গেয়েছেন চীনের বিখ্যাত গায়িকা মে লান ফাং। গানটি মেই ইয়েন ফাং তার প্রেমিকের জন্য রচনা করেন। ১৯৯১ সালে গানটি প্রকাশের পর দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং তার প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। গানের কথায় প্রেমিকের প্রতি মনের টান প্রকাশিত হয়েছে। কথাগুলো সাধারণ হলেও গায়িকার কোমল কণ্ঠে তা অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে। এখন পর্যন্ত অনেক শিল্পী গানটি গেয়েছেন।

বন্ধুরা, এখন গান 'প্রিয় প্রেমিক' শুনবো। গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আরেকটি সুন্দর ও জনপ্রিয় গান শুনবো, এর নাম 'Kiss Goodbye', গেয়েছেন চীনের বিখ্যাত গায়ক চাং শুয়েই ইয়ৌ। গানটি ১৯৯৩ সালে প্রকাশিত হয় এবং সে বছরের শ্রেষ্ঠ গানের পুরস্কার পায়। খুবই জনপ্রিয় হওয়ায় ২০০৪ সালে ডেনমার্কের জনপ্রিয় রক ব্যান্ড 'Michael Learns to Rock' গানটিকে ইংরেজি নাম 'Take me to your heart' দিয়ে নতুন করে গেয়েছেন।

বন্ধুরা, এখন চাং শুয়েই ইয়ৌ'র গান 'Kiss Goodbye' শুনবো, আর আশা করি গানটি আপনারা পছন্দ করবেন। গান ৭

বন্ধুরা, আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা: chengmin@cri.com.cn। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন।

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040