'হুমকির কূটনীতি' মার্কিন রাজনীতিকদের নিঃসঙ্গ করবে: সিআরআই সম্পাদকীয়
  2020-10-16 19:48:49  cri
অক্টোবর ১৬: জাপানের ইউমিউরি সিমবুন পত্রিকা আজ (শুক্রবার) জানিয়েছেন, জাপান চীনকে বাদ দিয়ে কোনো টেলিযোগাযোগ নেটওয়ার্ক পরিকল্পনায় অংশ নেবে না বলে যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে। এর আগে ইয়োনহ্যাপ নিউজ এজেন্সির সুত্রে জানা যায়, ১৪ অক্টোবরে অনুষ্ঠিত পঞ্চম দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র কৌশলগত অর্থনৈতিক সংলাপে, দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা তার দেশে ৫জি নির্মাণকাজে হুয়াওয়ে'কে অংশগ্রহণ করতে না-দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখান করেন। নিজের স্বার্থে মিত্র দেশগুলোকে হুমকি-ধামকি দেওয়ার মার্কিন অপচেষ্টা বার বার ব্যর্থ হচ্ছে। এর মানে বর্তমান বহুপক্ষবাদ ও পারস্পরিক উপকারিতামূলক বিশ্বায়নের যুগে হুমকির কূটনীতি অগ্রহণযোগ্য।

এটা হাস্যকর যে, গোটা বিশ্বজুড়ে জোর খাটাতে অভ্যস্ত মার্কিন রাজনীতিক সম্প্রতি চীনের বিরুদ্ধে অন্য দেশকে দাবিয়ে রাখার অভিযোগ উত্থাপন করেন। তিনি চীনকে আন্তর্জাতিক সমাজ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালান। কিন্তু বাস্তবতা হচ্ছে, কোন দেশ বিশ্বজুড়ে অন্যান্য দেশের ওপর নিজের মতামত জোর করে চাপিয়ে দিচ্ছে ও কোন দেশ বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে, তা বিশ্ববাসী জানে। গত এক বছরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইউরোপ, মধ্যপ্রাচ্য বা ল্যাতিন আমেরিকা—যেখানেই গেছেন, চীনকে অপমান করাকেই তার সফরের মূল বিষয়ে পরিণত করেছেন। তিনি নানান কায়দায় মিথ্যাচার করেছেন এবং অন্যান্য দেশকে চীনের ৫জি প্রযুক্তি ব্যবহার না-করার জন্য উস্কানি দিয়েছেন। চলতি মাসের প্রথম দিকে ল্যাতিন আমেরিকা সফরকালে তিনি সুরিনাম ও গায়ানাকে চীন বা যুক্তরাষ্ট্রের মধ্যে একটাকে বেছে নেওয়ার কথা বলেন। এ ধরনের আচরণ আখেরে যুক্তরাষ্ট্রকে বিশ্বে বন্ধুহীন করে দেবে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040