'৫ দিনে ৯০ লাখ মানুষের ভাইরাস টেস্ট করেছে চীন, যুক্তরাষ্ট্রের পক্ষে যা অসম্ভব'
  2020-10-16 16:09:30  cri
অক্টোবর ১৬: পাচঁ দিনে ৯০ লাখ মানুষের কোভিড-১৯ ভাইরাস টেস্ট করেছে চীন, যুক্তরাষ্ট্রের পক্ষে যা কোনোভাবেই সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের উচিত করোনাভাইরাস টেস্ট ও ট্রেসিংয়ের ক্ষমতা বাড়ানো। আর এভাবেই মহামারি পরিস্থিতির উন্নতি সম্ভব। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের সাবেক প্রধান স্কট গটলিয়েব সম্প্রতি এ মন্তব্য করেন।

সম্প্রতি চীনের ছিং তাওয়ে ১২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। প্রতিক্রিয়ায় স্থানীয় সরকার ৫ দিনে ৯০ লাখ মানুষের ভাইরাস টেস্ট করার সিদ্ধান্ত নেয় ও সে সিদ্ধান্ত বাস্তবায়ন করে। এ সম্পর্কে স্কট গটলিয়েব বলেন, চীন কোভিড-১৯ মহামারি পুনরাবির্ভাব ঠেকাতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্রের পর্যান্ত জনশক্তি ও সামগ্রী থাকলেও, চীনের মতো এতো ভালো করতে পারবে না।

তিনি আরও বলেন, গত এপ্রিল মাসে গোটা যুক্তরাষ্ট্র লকডাউন করা হয়েছিল। তখন প্রতিদিন ১৭৭৪০০টি টেস্ট করা হতো। গত সেপ্টেম্বরে এ সংখ্যা বেড়ে ৯০৭০০০ ছাড়ায়। এ সংখ্যা চীনের ছিং তাও-এর তুলনায় অনেক কম। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040