যুক্তরাষ্ট্র ইতিহাসের ভুল প্রান্তে দাঁড়াচ্ছে: জেনিভায় চীনা প্রতিনিধিদল
  2020-10-16 14:40:01  cri
অক্টোবর ১৬: জেনিভায় চীনা স্থায়ী প্রতিনিধিদল গত বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হিসেবে চীন, রাশিয়া ও কিউবার নির্বাচনকে সমালোচনা করেছেন। এ থেকে প্রমাণিত হয় যে, যুক্তরাষ্ট্র ইতিহাসের ভুল প্রান্তে দাঁড়াচ্ছে।

বিবৃতিতে বলা হয়, চীন সবসময় জনগণকে প্রথম স্থানে রাখে। চীন সরকারের লক্ষ্য হলো জনগণের সুন্দর জীবন। চীনে ৮৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হয়েছে। চীনে বিশ্বের বৃহত্তম শিক্ষাব্যবস্থা, সামাজিক নিরাপত্তাব্যবস্থা, চিকিত্সাব্যবস্থা এবং মৌলিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে। চলতি বছর চীন দারিদ্র্যবিমোচনের লক্ষ্য বাস্তবায়ন করে সার্বিকভাবে সচ্ছল সমাজ গঠন করবে। পক্ষান্তরে, যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য এবং পুলিশি সহিংসতা ক্রমশ বাড়ছে। সমাজের ভারসাম্যহীন অবস্থার অবনতি ঘটছে।

বিবৃতিতে বলা হয়, চীন সবসময় জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। মহামারী চলাকালে চীন সরকার জনগণের জীবন ও নিরাপত্তা রক্ষায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে। পক্ষান্তরে যুক্তরাষ্ট্র, বিশ্বের সবচেয়ে উন্নত দেশে, ৮০ লাখ মানুষ আক্রান্ত ও ২ লক্ষাধিক মানুষ মারা গেছে। এটাই কি তবে যুক্তরাষ্ট্রের মানবাধিকারের ভাল রেকর্ড?

বিবৃতিতে আরও বলা হয়, চীন আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষবাদকে সমর্থন করে। চীন সবসময় মানবাধিকার ক্ষেত্রে সংলাপ ও সহযোগিতা চালিয়ে আসছে। পক্ষান্তরে, যুক্তরাষ্ট্র একপক্ষবাদ অনুসরণ করে আন্তর্জাতিক নিয়মকানুন উপেক্ষা করে ইচ্ছামতো বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন থেকে বেরিয়ে যাচ্ছে। বস্তুত, যুক্তরাষ্ট্র ইতিহাসের ভুল প্রান্তে দাঁড়াচ্ছে। (ইয়াং/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040