'দরিদ্র দেশগুলোর ঋণ পরিশোধের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হবে'
  2020-10-15 18:49:09  cri

অক্টোবর ১৫: বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস গতকাল (বুধবার) বলেছেন, কোভিড-১৯ মহামারি ও লকডাউনের কারণে উন্নয়নশীল দেশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক সমাজের উচিত সবচেয়ে দরিদ্র দেশগুলোকে আরও সহযোগিতা করা এবং ঋণ-সংকটের সমাধানে একটি দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা। এদিন জি-২০ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের এক ভিডিও-সম্মেলনে ম্যালপাস এ সব কথা বলেন।

তিনি বলেন, মহামারির প্রভাবে অনেক উন্নয়নশীল অর্থনৈতিক সত্তা অর্থনৈতিক মন্দার সম্মুখীন হচ্ছে। ২০২১ সালে বিশ্বে চরম দরিদ্র লোকের সংখ্যা ১৫ কোটি বাড়বে।

এদিকে, জি-২০ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের ভিডিও-সম্মেলন শেষ হবার পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, সবচেয়ে দরিদ্র দেশগুলোর ঋণ পরিশোধের মেয়াদ আরও ৬ মাস তথা ২০২১ সালের জুন মাস পর্যন্ত বাড়াতে একমত হয়েছে জি-২০ গ্রুপ। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040