কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ কি সত্যিই আসছে?: সিআরআই সম্পদকীয়
  2020-10-15 17:06:40  cri
অক্টোবর ১৫: বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যান থেকে জানা গেছে, অক্টোবর থেকে সারা বিশ্বে দৈনিক কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা মহামারির প্রাদুর্ভাবের পর থেকে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে। বেশ কয়েকটি দেশ কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ এসেছে বলে ঘোষণা দিয়েছে।

গত সেপ্টেম্বরের শেষ দিকে কানাডার প্রধানমন্ত্রী বলেন, মহামারির দ্বিতীয় ঢেউ প্রথম ঢেউয়ের চেয়ে গুরুতর। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি বিভাগের প্রধানও বলেছেন, স্পেন মহামারির দ্বিতীয় ঢেউয়ের সম্মুখীন হচ্ছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছিলেন, ব্রিটেনে মহামারির দ্বিতীয় ঢেউ এড়ানো যাবে না। রাশিয়ার ভাইরাস বিশেষজ্ঞ জানান, রাশিয়ায় শীতকালে একদিনে মহামারিতে আক্রান্তের সংখ্যা বসন্তকালের তুলনায় বেশি হতে পারে।

অনেকে কোভিড-১৯ মহামারিকে শত বছর আগের 'স্প্যানিশ ফ্লু'-র সঙ্গে তুলনা করছেন। স্প্যানিশ ফ্লু'র অভিজ্ঞতা বলে, কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দ্বিতীয় ঢেউ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

বিশেষজ্ঞরা মনে করেন, স্কুল পুনরায় খোলা এবং সামাজিক যোগাযোগ বেড়ে যাওয়ার পাশাপাশি উত্তর গোলার্ধে শীত আসার কারণে ভাইরাস তুলনামূলকভাবে সহজে ছড়াচ্ছে। আর এ কারণেই মহামারি পরিস্থিতির অবনতি ঘটছে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040