মার্কিন ডলারের বিপরীতে আরএমবি'র মূল্যবৃদ্ধি চীনা অর্থনীতির উন্নয়নের ফল: চীনের গণব্যাংক
  2020-10-15 17:06:00  cri
অক্টোবর ১৫: মার্কিন ডলারের বিপরীতে চীনা মুদ্রা আরএমবি'র অব্যাহত মূল্যবৃদ্ধি সবার নজর কেড়েছে। এ প্রসঙ্গে চীনের গণব্যাংকের মুদ্রানীতিবিষয়ক মহাপরিচালক স্যু কুও ফেং গতকাল (বুধবার) বেইজিংয়ে বলেন, এ বৃদ্ধি হচ্ছে চীনের অর্থনীতির উন্নয়নের ফল।

তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী চীন হবে এ বছর একমাত্র প্রবৃদ্ধি অর্জনকারী বড় দেশ। চীনের রপ্তানি পরিস্থিতিও স্থিতিশীল আছে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে বিদেশি মুদ্রা হিসেবে আরএমবি মজুত রাখা হচ্ছে। এ অবস্থায় ডলারের বিপরীতে আরএমবি'র মূল্যবৃদ্ধি স্বাভাবিক।

স্যু কুও ফেং আরও বলেন, চীনের গণব্যাংক আরএমবি'র বিনিময় হার স্থিতিশীল রাখার চেষ্টা করবে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040