বিশ্ব অর্থনীতি পুরুদ্ধার হচ্ছে; বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা প্রয়োজন: আইএমএফ
  2020-10-15 16:02:58  cri

অক্টোবর ১৫: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রেসিডেন্ট ক্রিস্টিনা জর্জিয়েভা স্থানীয় সময় গতকাল (বুধবার) আইএমএফের শরত্কালীন বার্ষিক সম্মেলনে বলেন, বর্তমানে বিশ্ব অর্থনীতি সংকট কাটিয়ে উঠছে। এ অবস্থায় বিভিন্ন দেশের উচিত পারস্পরিক সহযোগিতা জোরদার করা।

এদিন অনুষ্ঠিত একটি ভিডিও সাংবাদিক সম্মেলনে জর্জিয়েভা বলেন, কোভিড-১৯ মহামরির বিরুদ্ধে লড়াই চলছে বিগত ৯ মাস ধরে এবং ১০ লাখের বেশি মানুষ এতে প্রাণ হারিয়েছেন। পাশাপাশি, বিশ্ব অর্থনীতিও বড় আঘাত পেয়েছে। আইএমএফ-এর অনুমান অনুযায়ী ২০২০ সালের শেষ দিকে বিশ্ব অর্থনীতি ৪.৪ শতাংশ হ্রাস পাবে এবং আগামী ৫ বছরে এ সংকটের কারণে আরও ২৮ ট্রিলিয়ন ডলারের ক্ষতি হবে।

তিনি আরও বলেন, ২০২১ সালে বিশ্ব অর্থনীতি ৫.২ শতাংশ বৃদ্ধি পাবে, তবে এ বৃদ্ধি ভারসাম্যহীন হবে। শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা চলমান সংকট মোকাবিলার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে টিকা গবেষণা ও বিতরণকাজে সহযোগিতা অপরিহার্য। চিকিত্সা খাতে অগ্রগতি অর্থনীতির পুনরুদ্ধার দ্রুততর করতে পারে। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040