লাওসের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
  2020-10-15 16:01:59  cri

অক্টোবর ১৫: স্থানীয় সময় গতকাল (বুধবার) ভিয়েনতিয়েনে লাওসের প্রেসিডেন্ট বুনহাং ভোরাচিথ ও প্রধানমন্ত্রী থোংলুন সিসোলিথের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করে চীনের  রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

প্রেসিডেন্ট ভোরাচিথের সঙ্গে সাক্ষাতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শুভেচ্ছা পৌঁছে দেন ওয়াং ই। এসময় চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড-১৯ ভাইরাসের কার্যকর টিকা আবিষ্কারের পর লাওসে তা সবার আগে সরবরাহ করবে চীন। চীন-লাওস অর্থনৈতিক করিডোরের আওতায় 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়নের কাজও দ্রুততর করা হবে। অর্থনীতি ও জীবিকা উন্নয়নেও লাওসকে সাহায্য দিয়ে যাবে চীন।

প্রধানমন্ত্রী সিলোসিথের সঙ্গে সাক্ষাতে ওয়াং ই বলেন, মহামারি মোকাবিলায় লাওসের সঙ্গে সহযোগিতা জোরদার করবে বেইজিং। লাওসকে ভাইরাস-প্রতিরোধক সামগ্রী সরবরাহও অব্যাহত রাখবে চীন। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040