মানবাধিকার উন্নয়নে যুক্তরাষ্ট্রের উচিত নিজের দায়িত্ব পালন করা: চীনা মুখপাত্র
  2020-10-15 15:31:08  cri
অক্টোবর ১৫: সম্প্রতি যুক্তরাষ্ট্রের কারাগারে মানবাধিকার লংঘনের ঘটনা প্রকাশিত হয়। এ নিয়ে চীনা মুখপাত্র চাও লি চিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজের দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সচেষ্ট হওয়া।

লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকার খবরে প্রকাশ, মহামারী শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে কোনো কোনও নারীকে কারাগারে বন্দীদের দ্বারা আক্রান্ত হবার ঝুঁকির মধ্যে অতিরিক্ত সময় কাজ করে মাস্ক উত্পাদন করতে হয়। তারা প্রতিদিন ১২ ঘন্টা কাজ করেন, কিন্তু নিজেরা কোনো মাস্ক পাননি। একজন আক্রান্ত নারী বন্দী বলেন, এটা যেন দাসের কারাখানা!

এ প্রসঙ্গে চীনা মুখপাত্র বলেন, এ খবর দেখে অবাক হবার কিছু নেই। মার্কিন কারাগারের পরিবেশ খারাপ এবং বন্দীদের অত্যাচারিত হবার খবর প্রায়ই দেখা যায়। গুয়ান্তানামো বে কারাগার ও ইরাকের কারাগারে বন্দীদের ওপর মার্কিন সৈন্যদের অত্যাচারের খবর সবাই জানে। মানবাধিকারের অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না-করে বা নাক না-গলিয়ে যুক্তরাষ্ট্রের উচিত নিজের দেশের মানবাধিকার পরিস্থিতির দিকে নজর দেওয়া। (ইয়াং/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040