মিথ্যাচারে কোভিড-১৯ প্রতিরোধে মার্কিন প্রশাসনের ব্যর্থতা ঢাকার অপচেষ্টা: সিআরআই সম্পাদকীয়
  2020-10-13 18:54:26  cri
অক্টোবর ১৩: কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবের পর থেকেই একশ্রেনির মার্কিন রাজনীতিক রাজনৈতিক কারণে চীনের বিরুদ্ধে মিথ্যাচার করে আসছে। সম্প্রতি মার্কিন কংগ্রসের প্রতিনিধি পরিষদের কূচনৈতিক কমিটির রিপাবলিকান মিশেল ম্যাক্‌কাউল তথাকথিত জরিপভিত্তিক রিপোর্ট প্রকাশ করেন। এতে বিভিন্ন ভুল তথ্য যুক্ত করে চীনকে অপমান করার অপচেষ্টা চালান তিনি। তিনি করোনাভাইরাস নিয়ে রাজনীতি করেন এবং চীনকে এর জন্য দায়ী করেন। এটা আসলে সংক্রমণ প্রতিরোধে মার্কিন প্রশাসনের ব্যর্থতা ঢাকার অপপ্রয়াস মাত্র।

মিথ্যাচার আখেরে কোনো কাজে আসে না, ব্যর্থ হয়। চীনের কোভিড-১৯ প্রতিরোধকাজ প্রমাণ করেছে যে, চীনা কমিউনিস্ট পার্টি বরাবরই 'মানুষ সত্য ও প্রাণ সত্য'—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দেশ ও অঞ্চলের সঙ্গে ভাইরাসসংশ্লিষ্ট তথ্যও দ্রুত শেয়ার করেছে চীন।

গত ২৩ জানুয়ারি চীন যখন উহান লকডাউন করে, তখন চীনের বাইরের বিভিন্ন দেশ ও অঞ্চলে মাত্র ৯ জন রোগী ছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্রে কেবল একজন রোগী ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ২.২ লাখ ছাড়িয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ প্রতিরোধের ব্যর্থতা অন্যের ওপর চাপানোর কোনো যুক্তি আছে কি?

ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানায়, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ মহামারি সম্পূর্ণ মানুষসৃষ্ট দুর্যোগ। হোয়াইট হাউসের একশ্রেণির রাজনীতিক কেবল ব্যক্তিগত ও দলীয় রাজনীতির স্বার্থে কোভিড-১৯ মোকাবিলা করতে দেরি করেছে। এমনকি, মার্কিন ফেডারেল পর্যায়ে এ পর্যন্ত ভাইরাস প্রতিরোধের কোনো সামষ্টিক ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। আর এর পরিণতি এখন সবাই দেখছে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040