'ত্রিপক্ষীয় নিরস্ত্রীকরণবিষয়ক বৈঠকে চীনকে অংশ নেওয়ার আমন্ত্রণ যুক্তিহীন'
  2020-10-13 16:30:41  cri
অক্টোবর ১৩: ত্রিপক্ষীয় নিরস্ত্রীকরণবিষয়ক বৈঠকে চীনকে অংশ নেওয়ার আমন্ত্রণ যুক্তিহীন। জাতিসংঘে চীনের স্থায়ী উপপ্রতিনিধি কেং শুয়াং গতকাল (সোমবার) ৭৫তম জাতিসংঘ সম্মেলনের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক কমিশনের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন।

কেং শুয়াং বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনকে 'বিশ্বের তৃতীয় বৃহত্তম পরমাণু শক্তি' হিসেবে চিহ্নিত করে এবং ত্রিপক্ষীয় অস্ত্রনিয়ন্ত্রণ আলোচনা নিয়ে প্রতারণামূলক প্রচারণা চালায়। এটি আসলে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি যুক্তরাষ্ট্রের ওপর থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র মাত্র। এর লক্ষ্য হচ্ছে পরমাণু নিরস্ত্রীকরণকে প্রত্যাখানের জন্য অজুহাত খোঁজা।

কেং শুয়াং আরও বলেন, চীন আত্মরক্ষামূলক প্রতিরক্ষাব্যবস্থায় অবিচল থাকবে এবং দেশের প্রয়োজনানুসারে ন্যূনতম পরমাণু শক্তি বজায় রেখেছে। চীন অতীতেও কোনো দেশের সঙ্গে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা চালায়নি এবং ভবিষ্যতেও চালাবে না। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040