ভাইরাসে আক্রান্ত হওয়ার পর 'হার্ড ইমিউনিটি' অর্জনের দাবি অবৈজ্ঞানিক ও অনৈতিক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  2020-10-13 14:44:43  cri

অক্টোবর ১৩: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম ঘেব্রিয়েসাস গতকাল (সোমবার) এক প্রেস ব্রিফিংয়ে জোর দিয়ে বলেন, 'হার্ড ইমিউনিটি' অর্জনের জন্য টিকা নেওয়া উচিত, কোন মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে তা অর্জন করতে পারে না; এ-কথা অবৈজ্ঞানিক ও অনৈতিক।

তিনি বলেন, 'হার্ড ইমিউনিটির' অর্থ টিকা নেওয়ার মাধ্যমে একদল মানুষের ভাইরাস প্রতিরোধের ক্ষমতা অর্জন করা। যেমন, ৯৫ শতাংশের মানুষ হামের টিকা নিলে বাকি ৫ শতাংশ টিকা না-নেওয়া মানুষকে রক্ষা করা যায়। অথবা, পোলিও ঠেকাতে অন্তত ৮০ শতাংশ মানুষ টিকা নিলে 'হার্ড ইমিউনিটি' অর্জন করা যেতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, টিকা গ্রহণের মাধ্যমে 'হার্ড ইমিউনিটি' অর্জন করা উচিত। মানব ইতিহাসে কখনো সরাসরি আক্রান্ত হয়ে 'হার্ড ইমিউনিটি' অর্জন করা যায়নি। এই দাবি অবৈজ্ঞানিক ও অনৈতিক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌমিয়া স্বোয়ামিনাথান জানান, বর্তমান বিশ্বে মোট ৪০ রকমের টিকার ক্লিনিকাল পরীক্ষা চলছে। এর মধ্যে ১০টি তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল পরীক্ষার পর্যায়ে রয়েছে। আগামী ডিসেম্বর মাসে বা আগামী বছর সংশ্লিষ্ট টিকা পরীক্ষার তথ্য প্রকাশিত হবে।

(ইয়াং/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040