সিরিয়ায় তিনটি প্রদেশের বেশিরভাগ দাবানল নিয়ন্ত্রণে এসেছে
  2020-10-12 14:36:33  cri

অক্টোবর ১২: সিরিয়া সরকার গতকাল (রোববার) জানায়, সম্প্রতি মধ্য ও উত্তর-পশ্চিম অঞ্চলের ৩টি প্রদেশের বেশিরভাগ দাবানল নিয়ন্ত্রণে এসেছে।

দেশটির কৃষিমন্ত্রী মোহাম্মদ হাসান গেতেনা জানান, গত শুক্রবার থেকে হোমস, তারতুস ও লাতাকিয়া প্রদেশের মোট ১৫৬টি জায়গায় দাবানল শুরু হয়। গতকাল (রোববার) এসব আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে সরকার হেলিকপ্টার ব্যবহার করেছে।

লাতাকিয়া প্রদেশের কৃষি বিভাগের পরিচালক মঞ্চল হেলবায়েক জানান, গত ৪৮ ঘণ্টায় মোট ৯৫টি অঞ্চলে দাবানল শুরু হয়। আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, এসব অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছে। উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়া হওয়ার কারণে দাবনল শুরু হয়।

(ইয়াং/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040