করোনার টিকা নিয়ে বৈশ্বিক পরিকল্পনায় চীনের যোগদান, ব্রিটিশ ও মার্কিন গণমাধ্যমের প্রশংসা
  2020-10-11 15:18:18  cri
অক্টোবর ১১: গত ৮ অক্টোবর চীন গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। এর মাধ্যমে দেশটি আনুষ্ঠানিকভাবে করোনার টিকা নিয়ে বৈশ্বিক পরিকল্পনায় যোগ দিল।

করোনার টিকা নিয়ে বৈশ্বিক পরিকল্পনা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দি কোয়ালিশান ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশান্সের একটি যৌথ উদ্যোগ। এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে, করোনার টিকা উদ্ভাবন ও উত্পাদন দ্রততর করা এবং প্রতিটি দেশকে এই টিকা পেতে সাহায্য করা।

গতকাল (শনিবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ রোগ বিষয়ক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক তেন্দ্রোস আদহানম বলেন, এ সপ্তাহে চীন ও দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশ করোনার টিকাসংক্রান্ত বৈশ্বিক পরিকল্পনায় যোগ দিয়েছে। এ নিয়ে বিশ্বের ১৭১টি দেশ ও অর্থনৈতিক সত্ত্বা এ পরিকল্পনায় যোগ দিল।

এদিকে, চীনের যোগদান বিদেশি গণমাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে ও প্রশংসা কুড়িয়েছে। ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা বলেছে, পরিকল্পনায় চীনের যোগদান আন্তর্জাতিক সমাজের কোভিড-১৯ রোগ প্রতিরোধকাজে আস্থা যুগিয়েছে। চীনের বড় দেশের ভাবমূর্তিও এতে ফুটে উঠেছে। চীন টিকাকে জাতীয়করণের বিরোধী বৃহত্তম অর্থনৈতিক সত্ত্বা।

আর রয়টার্স মনে করে, চীনের যোগদান এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য সহায়ক হবে। এ পরিকল্পনার ফলে বিভিন্ন দেশের টিকা মজুতের চেষ্টা বাধাগ্রস্ত হবে।

ওয়াশিংটন পোস্ট বলেছে, কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর চীন দ্রুত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। পাশাপাশি, চীন বিদেশে মাস্ক, প্রতিরোধক সরঞ্জামসহ নানা চিকিত্সাসামগ্রী পাঠিয়েছে। এ পরিকল্পনায় চীনের যোগদান, গোটা বিশ্বের সঙ্গে যৌথভাবে কোভিড-১৯ মোকাবিলায় দেশটির দৃঢ় প্রতিজ্ঞা প্রতিফলিত হয়েছে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040