বিভিন্ন পক্ষের যৌথ প্রচেষ্টায় কোভিড-১৯ মহামারী প্রতিরোধে সফল হয়েছে চীন: ল্যানসেট
  2020-10-10 18:19:35  cri
অক্টোবর ১০: ব্রিটেনের ল্যানসেট ম্যাগজিনে সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, চীন দ্রুত ও কার্যকরভাবে কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে এনেছে। আর এটা সম্ভব হয়েছে মূলত দেশটির বিভিন্ন পক্ষের যৌথ প্রচেষ্টায়।

মাইয়ো ক্লিনিক গবেষণালয়ের মহাপরিচালকের উদ্ধৃতি দিয়ে প্রবন্ধে বলা হয়েছে, চীন মহামারী মোকাবিলায় আগ্রাসী ভূমিকা নিয়েছে বিধায় দেশটিতে মহামারী নিয়ন্ত্রণে এনেছে। অন্যান্য দেশ মোকাবিলায় দেরি করেছে বলে ভাইরাসের বিস্তার রোধে সক্ষম হয়নি।

প্রবন্ধে আরও বলা হয়, চীন উহানের জনগণকে নিয়ে বিভিন্ন ধরনের টেস্ট করেছে। সেখানে অস্থায়ী হাসপাতাল স্থাপন করে রোগীদের কোয়ারিন্টিনের ব্যবস্থা করে দেওয়া হয়, যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কমে যায়। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040