লস অ্যাঞ্জেলেসের কোভিড-১৯ ভাইরাস ইউরোপ থেকে এসে থাকতে পারে: গবেষকদের অভিমত
  2020-10-10 16:51:02  cri

অক্টোবর ১০: সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গবেষকরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস মহানগরের শুরুর দিককার কোভিড-১৯ ভাইরাসের নমুনা নিয়ে গবেষণা করেছেন। তারা দেখতে পান যে, এ ভাইরাসের জিনক্রোমের সঙ্গে ইউরোপের কোভিড-১৯ ভাইরাসের জিনক্রোমের অনেক মিল আছে। তাই গবেষকরা মনে করেন, শুরুর দিকে লস অ্যাঞ্জেলেসের কোভিড-১৯ ভাইরাস সম্ভবত ইউরোপ থেকে এসেছে।

গবেষকরা ২২ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সিডারস-সিনা নামের একটি চিকিত্সাকেন্দ্রের ১৯২ জন কোভিড-১৯ রোগীর নমুনার জিন সিকোয়েন্সিং করেন এবং এর সঙ্গে নিউইয়র্ক সিটি, ওয়াশিংটন অঙ্গরাজ্য ও চীনের ভাইরাসের জিনক্রোমের তুলনা করেন। এর মধ্যে ৮২ শতাংশ নমুনার জিনক্রোমের সঙ্গে ইউরোপের ভাইরাসের জিনক্রোমের মিল পাওয়া যায়। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040