ফিলিস্তিনের প্রধান আলোচক কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত
  2020-10-10 15:54:46  cri

অক্টোবর ১০: ফিলিস্তিনের প্রধান আলোচক ও পিএলও'র উচ্চপদস্থ কর্মকর্তা সায়েব এরেকাত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি গত বৃহস্পতিবার রাতে এ কথা স্বীকার করেছেন বলে পরের দিন (শুক্রবার) ইসরাইলি গণমাধ্যম জানায়।

জনাব এরেকাত বর্তমানে জর্ডান নদীর পশ্চিম তীরের জেরিকো শহরে নিজের বাড়িতে আইসোলেশানে আছেন এবং চিকিত্সা গ্রহণ করছেন। তিনি ২০১২ সালে একবার হার্ট অ্যাটাকের শিকার হন এবং ২০১৭ সালে ফুসফুসের সার্জারি করান বিধায় কোভিড-১৯ ভাইরাস তার জন্য মারাত্মক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২০ বছরে তার নেতৃত্বে ফিলিস্তিন ইসরাইলের সঙ্গে কয়েক দফা শান্তিআলোচনা করেছে। ফিলিস্তিন রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040