চীন-পাক অর্থনৈতিক করিডোরের লাহোর রেলপথের অরেঞ্জ লাইন প্রকল্পের নির্মাণকাজ সমাপ্ত
  2020-10-10 14:58:09  cri

অক্টোবর ১০: চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের লাহোর রেলপথের অরেঞ্জ লাইন প্রকল্পের নির্মাণকাজ গতকাল (শুক্রবার) সমাপ্ত হয়েছে। লাইনটি শিগগিরি চালু হবে। চীনা কোম্পানি এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

লাহোর রেলপথের অরেঞ্জ লাইনটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে পড়েছে। ১.৬ বিলিয়ন ডলার মূল্যের এ প্রকল্পের বাস্তবায়নকাজ ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু হয়।

প্রকল্পে চীনের প্রযুক্তি, সাজসরঞ্জাম ব্যবহার করা হয়েছে এবং অনুসরণ করা হয়েছে চীনা মানদণ্ড। মহামারীর প্রেক্ষাপটে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে দু'দেশের কর্মীদের যৌথ প্রচেষ্টায় এ প্রকল্প সমাপ্ত হয়েছে। প্রকল্প চালু হওয়ার পর স্থানীয় কর্মসংস্থান এবং পরিবহন ক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধা সৃষ্টি হবে।

অরেঞ্জ লাইনের মোট দৈর্ঘ্য ২৫.৫৮ কিলোমিটার। এই লাইনে মোট ২৬টি স্টেশন আছে। এর মধ্যে ২টি ভূগর্ভস্থ। প্রাথমিক পর্যায়ে ২৭টি ট্রেন এ লাইনে চলাচল করবে। প্রতিদিন ২.৫ লাখ মানুষ এ লাইন দিয়ে চলাফেরা করতে পারবে। পরে এই লাইনে দৈনিক যাত্রীর সংখ্যা ৫ লাখে উন্নীত হবে। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040