শান্তিতে নোবেল পাওয়ায় ডব্লিউএফপি-কে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন
  2020-10-10 14:55:46  cri

অক্টোবর ১০: বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ২০২০ সালে শান্তিতে নোবেল পাওয়ায় গতকাল (শুক্রবার) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস সংস্থাটিকে অভিনন্দন জানান।

এক বিবৃতি তিনি বলেন, ডব্লিউএফপি যে ঐক্যের চেতনা তুলে ধরেছে, তা বর্তমান বিশ্বের করোনাভাইরাস মহামারী এবং অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলার জন্য খুব জরুরি।

বিবৃতিতে গুতেরহিস বলেন, ডব্লিউএফপি বিশ্বের খাদ্যসংকট মোকাবিলায় সবার সামনে থেকে কাজ করে। এর কর্মীরা বিপদের মধ্যেও সংঘর্ষ ও দুর্যোগকবলিত লোকজন, শিশু, নারীদের জন্য জরুরি খাদ্য সরবরাহ করে থাকে।

উল্লেখ্য, বিশ্বে ক্ষুধা নিরসনে অবদানের স্বীকৃতিস্বরূপ ডব্লিউএফপি-কে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। (শুয়েই/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040