ইসরাইল ও জর্দানের মধ্যে আকাশপথ ব্যবহারের চুক্তি স্বাক্ষরিত
  2020-10-09 16:12:29  cri

অক্টোবর ৯: ইসরাইলের পরিবহণ মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত এক বিবৃতিতে জানায়, এদিন ইসরাইল ও জর্দানের মধ্যে আকাশপথে বিমান চলাচলের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী পরস্পরের ফ্লাইট নির্দিষ্ট সময়ে পরস্পরের আকাশসীমা দিয়ে যাতায়াত করতে পারবে।

এই চুক্তি অনুযায়ী, ইসরাইল ও জর্দানের আকাশসীমা নির্দিষ্ট সময়ের জন্য পরস্পরের ফ্লাইটের জন্য খোলা থাকবে। প্রতিদিন সাত ঘণ্টা এবং সাপ্তাহিক ছুটিতে প্রতিদিন ১২ ঘণ্টা বিমান রুট উন্মুক্ত থাকবে। ইসরাইলের পরিবহন মন্ত্রণালয় জানায়, এ ব্যবস্থা ইসরাইল ও উপকূলীয় অঞ্চল এবং এশিয়ার অন্যান্য দেশের মধ্যে বিমান উড্ডয়নের সময় কমাবে।

মিশরের পর জর্দান হচ্ছে ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি স্থাপনকারী দ্বিতীয় আরব দেশ। জর্দান ও ইসরাইলের মধ্যে ১৯৯৪ সালে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। দু'দেশের মধ্যে বহু বছর ধরে সরাসরি বিমান চলছে। তবে নিজস্ব আকাশসীমা দিয়ে তৃতীয় দেশে বিমান যাতায়াত নিষিদ্ধ ছিল।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040