মহামারী প্রতিরোধের সফল অভিজ্ঞতা লাতিন আমেরিকার জন্য শিক্ষণীয়: লাতিন আমেরিকার বিশেষজ্ঞ মতামত
  2020-10-09 15:17:03  cri
অক্টোবর ৯: সম্প্রতি 'লাতিন আমেরিকায় নভেল করোনাভাইরাস মহামারীর প্রভাব এবং লাতিন আমেরিকা ও চীনের সম্পর্ক উন্নয়ন' শিরোনামে এক নতুন বইয়ের অনলাইন প্রকাশনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এ বইটি প্রযোজনার সঙ্গে সম্পৃক্ত লাতিন আমেরিকার দশটিরও বেশি দেশের বেশ কয়েকজন বিশেষজ্ঞ সফলভাবে মহামারী প্রতিরোধে চীনের প্রশংসা করেছেন। তাঁরা মনে করেন, এ ক্ষেত্রে চীনের সফল অভিজ্ঞতা লাতিন আমেরিকার বিভিন্ন দেশের জন্য শিক্ষণীয়। আজকের সংবাদ পর্যালোচনায় এ সম্পর্কে শুনবেন একটি প্রতিবেদন।

আর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া ও চিলিসহ লাতিন আমেরিকার দশটিরও বেশি দেশের বেশ কয়েকজন পণ্ডিত একসঙ্গে বইটি সম্পাদনা করেছেন। বিভিন্ন বিশেষজ্ঞ নিজ নিজ দেশের প্রতিরোধমূলক নীতিমালা এবং গবেষণা খাতে মহামারী মোকাবিলায় নিজ নিজ দেশের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করেছেন এবং সারসংকলণ করেছেন। তাঁরা পরবর্তীতে মহামারী প্রতিরোধের বিভিন্ন প্রস্তাব দিয়েছেন বইটিতে। এই বইয়ের প্রধান সম্পাদক চীনে নিযুক্ত চিলির সাবেক রাষ্ট্রদূত ফারন্যান্দো রিয়েস প্রকাশনা সম্মেলনে সভাপতিত্ব করেছেন। লাতিন আমেরিকার দশটিরও বেশি দেশের শতাধিক বিশেষজ্ঞ ও কর্মকর্তা অনলাইনে এ সম্মেলনে অংশ নিয়েছেন। ভাষণে রিয়েস বলেন,

'লাতিন আমেরিকার পণ্ডিতগণ এই প্রথমবারের মতো আন্তঃদেশীয় সহযোগিতার মাধ্যমে বই লিখেছেন। লাতিন আমেরিকার ১৬জন বিশেষজ্ঞ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নিজ নিজ দেশের ওপর এ মহামারীর সৃষ্ট প্রভাব বিশ্লেষণ করেছেন এবং পরবর্তীতে বিভিন্ন দেশের উন্নয়ন বিবেচনা করেছেন। তা ছাড়া, মহামারীর সময় চীন ও লাতিন আমেরিকার সম্পর্ক এবং ভবিষ্যতে দু'পক্ষের সম্পর্কের বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন।'

চিলি'র কূটনৈতিক অ্যাকাডেমির প্রধান হুয়ান সোমাভিয়া তাঁর ভাষণে বলেন,

'বর্তমানে নভেল করোনাভাইরাস মহামারী লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়া ও ভবিষ্যত নিয়ে এই বইটিতে মহামারী মোকাবেলায় লাতিন আমেরিকান সরকারের যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সবার একটি বিষয়ে মতৈক্য রয়েছে, তা হলো- মহামারীর প্রভাব থেকে দূরে থাকা। লাতিন আমেরিকার আঞ্চলিক সহযোগিতা গভীর করা এবং নিজের অবস্থা অনুযায়ী গণস্বাস্থ্যসহ বিভিন্ন খাতে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করা।'

এ বইয়ের একজন লেখক হিসেবে বলিভিয়ার ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোল জর্ডান তাঁর ভাষণে বলেন, মহামারী প্রতিরোধের ক্ষেত্রে চীন বিশাল সাফল্য অর্জন করেছে এবং বৈশ্বিক ভাইরাস প্রতিরোধের অভিযানে ইতিবাচক ভূমিকা পালন করছে। লাতিন আমেরিকায় মহামারী প্রতিরোধ এবং অর্থনীতি পুনরুদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে চীন আরো বেশি ভূমিকা পালন করতে পারে। লাতিন আমেরিকার এ বিষয়টি বিবেচনা করা উচিত্।

তিনি বলেন,

'বলিভিয়ায় মহামারী প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা লাতিন আমেরিকার অন্যান্য দেশের সঙ্গে অনেক মিল আছে। আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে এবং আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। আন্তর্জাতিক প্রতিরোধমূলক অভিযানে চীন অনেক সক্রিয় ভূমিকা পালন করেছে ও করছে। আমাদের চিন্তা করা উচিত্ যে, লাতিন আমেরিকার অর্থনীতি পুনরুদ্ধারে চীন আরো বেশি ভূমিকা পালন করতে পারে। যেমন, বর্তমানে লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশে ব্যাপক চিকিত্সা সরঞ্জাম দিয়েছে চীন। এসব সরঞ্জাম দেশগুলোর জন্য অনেক গুরুত্বপূর্ণ। মানবিক সাহায্য ছাড়া, লাতিন আমেরিকায় গণস্বাস্থ্য চিকিত্সা-ব্যবস্থা উন্নত করা এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশের অর্থনীতির পুনরুদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতা জোরদার করা অনেক গুরুত্বপূর্ণ।'

(লিলি/তৌহিদ/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040