বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হবে
  2020-10-09 14:45:43  cri

অক্টোবর ৯: বিশ্ব বাণিজ্য সংস্থার নির্বাহী পরিষদের চেয়ারম্যান ডেভিড ওয়াকার গতকাল (বৃহস্পতিবার) জানান, দুই দফা আলোচনার পর সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন যে, দুইজন নারী প্রার্থীর মধ্যে থেকে নতুন মেয়াদের মহাপরিচালক হিসেবে একজনকে নির্বাচন করা হবে। প্রতিষ্ঠার ২৫ বছর পর বিশ্ব বাণিজ্য সংস্থা এই প্রথম নারী মহাপরিচালক পাবে।

ওয়াকার বলেন, দ্বিতীয় দফা আলোচনার পর, নাইজেরিয়ার প্রার্থী গোজি ওকোনজো ইওয়ালা এবং দক্ষিণ কোরিয়ার প্রার্থী ইয়ো মিয়ং হি মহাপরিচালক নির্বাচনে অংশ নেবেন। এ সংক্রান্ত চূড়ান্ত আলোচনা অর্থাত্ তৃতীয় দফার আলোচনা আগামী ১৯ থেকে ২৭ অক্টোবর আয়োজন করা হবে।

গোজি ওকোনজো ইওয়ালা হলেন নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। তিনি বিশ্ব ব্যাংকে ২৫ বছর ধরে কাজ করেছেন এবং স্থায়ী ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, ইয়ো মিয়ং হি হলেন দক্ষিণ কোরিয়ার শিল্প, বাণিজ্য ও সম্পদ মন্ত্রণালয়ের বাণিজ্যমন্ত্রী। তাঁর ২৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি বেশ কয়েকবার দক্ষিণ কোরিয়ার পক্ষে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনায় অংশ নিয়েছিলেন।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040