অনলাইন বিতর্কে যোগ দেবেন না ট্রাম্প
  2020-10-09 14:41:18  cri

অক্টোবর ৯: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় বিতর্ক ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে। গতকাল (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস (সিপিডি) এই তথ্য জানিয়েছে । সিপিডি প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের টিভি বিতর্ক আয়োজন করে থাকে। তবে এই বিতর্কে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিপিডি এদিন এক বিবৃতিতে জানায় যে, দেশের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রার্থীদের মধ্যে তিনটি বিতর্ক সরাসরি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিতর্ক হবে ১৫ অক্টোবর। বিতর্কে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন ভিন্ন স্থান থেকে ভার্চ্যুয়ালি বিতর্ক করবেন। বিতর্কের উপস্থাপক ও দর্শকরা ফ্লোরিডার একটি হলে থাকবেন। বিতর্কের সময় দুই পক্ষের প্রার্থীরা দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন।

বিবৃতি প্রকাশের অল্প সময় পর, ট্রাম্প ফক্স টিভিতে এক অনুষ্ঠানে বলেন, অনলাইন বিতর্ক তাঁর কাছে অগ্রহণযোগ্য এবং তিনি এতে যোগ দেবেন না। সংশ্লিষ্ট ব্যবস্থাপনা শুধু জো বাইডেনকে রক্ষা করার জন্য। ট্রাম্প বলেন, তিনি মনে করেন, করোনাভাইরাসে আক্রান্ত হলেও অন্য কেউ তার কাছ থেকে এ ভাইরাসে সংক্রমিত হবে না। বর্তমানে তিনি খুব ভালো অবস্থায় আছেন বলে মনে করেন ট্রাম্প। তিনি অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

২ অক্টোবর ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত। এ ছাড়া গত কয়েক দিনের মধ্যে হোয়াইট হাউসে আরও কয়েকজন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040