ইরানের ১৮টি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, তেহরানের তীব্র নিন্দা
  2020-10-09 14:13:55  cri

অক্টোবর ৯: মার্কিন সরকার গতকাল (বৃহস্পতিবার) ইরানের ১৮টি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুনুচিন গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত এক বিবৃতিতে জানান, 'অবৈধভাবে মার্কিন ডলার' সংক্রান্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করে ইরানের ১৮টি ব্যাংকে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে দেশটিতে এসব ব্যাংকের অর্থ বা সম্পদ জব্দ করবে। কোন মার্কিন নাগরিক এসব ব্যাংকের সঙ্গে কোন ধরনের বাণিজ্যিক লেনদেন করতে পারবে না। পাশাপাশি, ৪৫ দিন পর এসব ব্যাংকের সঙ্গে লেনদেন করা যে কোন সংস্থা বা ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এদিন মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ তীব্র নিন্দা জানান। তিনি বলেন, মহামারী চলাকালে মার্কিন সরকার ইরানের খাদ্য বা ওষুধ আমদানির যে কোন লেনদেন বন্ধ করার চেষ্টা করেছে। এর ফলে ইরানি জনগণ অনাহারে ভুগছে; যা মানবতাবিরোধী অপরাধ।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040