'বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক সম্মেলন—২০২১' আগামী ১৮ থেকে ২১ মে সুইজারল্যাণ্ডের লুসার্নে অনুষ্ঠিত হবে
  2020-10-08 15:34:16  cri

অক্টোবর ৮: বিশ্ব অর্থনীতি ফোরাম গতকাল (বুধবার) জানায়, ফোরামের ২০২১ সালের বার্ষিক সম্মেলন আগামী ১৮ থেকে ২১ মে অনুষ্ঠিত হবে। আয়োজনের স্থান দাভোস থেকে সুইজারল্যাণ্ডের লুসার্নে নেওয়া হয়েছে। সংস্থাটি জানায়, বার্ষিক সম্মেলন আয়োজনের পূর্বশর্ত হচ্ছে অংশগ্রহণকারী এবং উদ্যোক্তা ইউনিটের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা।

জেনিভার সদর দফতরে অবস্থিত বিশ্ব অর্থনীতি ফোরাম হচ্ছে সরকার ও বেসরকারি সহযোগিতা এগিয়ে নেওয়ার আন্তর্জাতিক সংস্থা। বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক সম্মেলন (শীতকালীন দাভোস) প্রতিবছরের শুরুতে সুইজারল্যাণ্ডের দাভোসে অনুষ্ঠিত হয়। বিশ্বের রাজনীতি ও ব্যবসায়িক মহলের শীর্ষনেতারা এতে অংশ নেন।

কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্ব অর্থনীতি ফোরাম গত অগাস্টে জানায়, ফোরামের ২০২১ সালের বার্ষিক সম্মেলন আগামী গ্রীষ্মে আয়োজন করা হবে। এরপর বুধবার নতুন করে আয়োজনের সময় ও স্থান নিশ্চিত করা হয়।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040