মানবাধিকার লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে চীন
  2020-10-06 16:57:15  cri

অক্টোবর ৬: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং হুই গতকাল (সোমবার) জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটির সাধারণ বিতর্কে ২৬টি দেশের সামনে ভাষণ দিয়েছেন। এসব দেশের মধ্যে রয়েছে চীন, রাশিয়া, বেলারুস, কম্পুচিয়া, অ্যাঙ্গোলা, কিউবা, ফিলিস্তিন ও ভেনিজুয়েলা ইত্যাদি। এ সময় মানবাধিকার লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন তিনি। তিনি জোর দিয়ে বলেছেন, একতরফাবাদ পুরোপুরি বাতিল করতে হবে, বর্ণবাদ দূর করতে হবে।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব সব দেশ বিশেষ করে, উন্নয়নশীল দেশগুলোতে গুরুতর প্রভাব ফেলেছে। মহামারীর ঠেকাতে এবং এ থেকে পুনরুদ্ধারে বিশ্বের ঐক্যবদ্ধ ও আন্তর্জাতিক সহযোগিতা চালানো দরকার। তবে একতরফাবাদ কাজে লাগিয়ে 'জাতিসংঘ সনদের' নিয়ম, আন্তর্জাতিক আইন, বহুপক্ষবাদ ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এটি মানবাধিকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে এবং আর্থ-সামাজিক উন্নয়নের বাধা সৃষ্টি করেছে। এতে বিশেষ করে নারী, যুবক ও শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীরা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্ণবৈষম্য প্রসঙ্গে চাং চু তাঁর ভাষণে উল্লেখ করেন, মানবাধিকার কাউন্সিলে 'আইন প্রয়োগকারীদের অতিরিক্ত অস্ত্র ব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনকারী অন্যান্য আচরণ এড়ানো' শীর্ষক প্রস্তাব গৃহীত হয়েছে, একে স্বাগত জানাই আমরা। এ প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে সবার প্রতি আহ্বান জানায় বেইজিং।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040