বিশ্বে কোভিড-১৯ রোগীর মোট সংখ্যা ৩ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে: জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়
  2020-10-06 16:56:34  cri

অক্টোবর ৬: গতকাল (সোমবার) যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, বিশ্বে কোভিড-১৯ রোগীর মোট সংখ্যা ৩ কোটি ৫১ লাখ ৯৩১৭জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা—হু'র ওয়েবসাইটের সর্বশেষ তথ্যে বলা হয়, এদিন মধ্য ইউরোপীয় সময় বিকেল ৩টা ৫৪ মিনিট পর্যন্ত, বিশ্বে কোভিড-১৯ রোগীর মোট সংখ্যা আগের দিনের চেয়ে ২ লাখ ৯৪ হাজার ৭৬৩জন বেড়ে হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৯৩১৭জন। নতুন ৪৫২৬জন মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা হয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৩৪১জন।

নভেল করোনাভাইরাস সম্পর্কে এদিন যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৩টা ২৩ মিনিট পর্যন্ত, দেশটিতে করোনাভাইরাসে মারা গেছে ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ। বর্তমানে দেশটিতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৭৪ লাখ ৪৫ হাজার ৮৯৭জন।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040