ট্রাম্পের অবস্থা ভাল হচ্ছে : হোয়াইট হাউসের চিকিত্সক
  2020-10-05 18:59:53  cri

অক্টোবর ৫: হোয়াইট হাউসের চিকিত্সকদল গতকাল (রোববার) জানায়, নভেল করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থা ভালো হচ্ছে। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আগামী ৫ অক্টোবর হাসপাতাল থেকে তিনি ছাড়া পেতে পারেন। হাসপাতালে তৃতীয় দিন চিকিত্সা নিচ্ছেন ট্রাম্প। হোয়াইট হাউসের চিকিত্সক এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, কোয়ারেন্টিনের সময় ট্রাম্পের বাইরে যাওয়ার আচরণের তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন জনমত। তাঁরা মনে করে, এ অদ্ভুত আচরণের কোনও প্রয়োজন ছিল না। এটি অন্যদের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040