ব্রিটেন ও ইউরোপের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে শীর্ষনেতাদের ফোনালাপ অনুষ্ঠিত
  2020-10-04 17:20:33  cri

অক্টোবর ৪: গতকাল (শনিবার) ইউরোপীয় কমিশন বা ইসির প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ফোনালাপে দু'পক্ষের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দু'পক্ষ সংশ্লিষ্ট মতভেদ দূর করে আলোচনা দ্রুততর করার বিষয়ে একমত হয়েছে।

এদিন দু'পক্ষের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, বর্তমানে চুক্তিতে পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ। এটি ভবিষ্যতে দু'পক্ষের কৌশলগত সম্পর্ক উন্নয়নের দৃঢ় ভিত্তি স্থাপন করবে।

গত ২ অক্টোবর ব্রাসেলসে দু'পক্ষের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে নবম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। এটি এ মাসের মাঝামাঝি সময় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষসম্মেলন আয়োজনের আগে চূড়ান্ত দফার আনুষ্ঠানিক আলোচনা। তাই এ আলোচনা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সম্মেলনের পর প্রকাশিত বিবৃতি থেকে বোঝা যায়, আলোচনার অগ্রগতি সীমিত।

(ওয়াং হাইমান/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040