করোনাভাইরাস প্রতিরোধে সবসময় দেরি করা ঠিক না: হু'র মহাপরিচালক
  2020-10-03 17:25:41  cri

অক্টোবর ৩: গতকাল (শুক্রবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু'র মহাপরিচালক ড. তেদ্রোস আধানম জেনিভায় কোভিড-১৯ মহামারী-সংক্রান্ত এক সম্মেলনে বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে সবসময় দেরি করা ঠিক না। বিভিন্ন দেশের উচিত ঐক্যবদ্ধভাবে মহামারীর মোকাবিলা করা।

তিনি বলেন, বর্তমানে মহামারী সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। প্রতি সপ্তাহে এ ভাইরাসে ২০ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। এটি ভীষণ দুঃখজনক।

তিনি জোর দিয়ে বলেন, বিশ্বে এ ভাইরাস প্রতিরোধের অভিজ্ঞতা থেকে বোঝা যায়, শক্তিশালী নেতৃত্ব, বহুমুখী কৌশল, অব্যাহত যোগাযোগ এবং জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এ মহামারী প্রতিরোধ করা যায়। আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন দেশের মহামারী মোকাবিলায় সহায়তা দেবে হু।

(ওয়াং হাইমান/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040