চীনের জাতীয় দিবসে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ৫০ কোটি, চীনাদের আস্থা প্রতিফলিত: মার্কিন গণমাধ্যম
  2020-10-03 16:54:45  cri

অক্টোবর ৩: বিশ্বে কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব চলছে, তবে চীনের জাতীয় দিবসে চীনাদের ভ্রমণ বিদেশি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে। সিএনএন, ব্লুমবার্গ ও এপিসহ বিদেশি গণমাধ্যম চীনের জাতীয় দিবস বা 'সোনালি সপ্তাহের' খবরাখবর প্রচার করেছে। এসব রিপোর্টে বলা হয়, মহামারী প্রতিরোধে চীনাদের আস্থা প্রতিফলিত হয়েছে।

সিএনএন 'কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণ করেছে চীন, বর্তমান ৫০ কোটি চীনা একসাথে ছুটি কাটাচ্ছে' শীর্ষক প্রবন্ধ প্রকাশ করেছে। প্রবন্ধে বলা হয়, মহামারীর এই বিশেষ সময়ে চীনের জাতীয় দিবসের 'সোনালি সপ্তাহে' চীনাদের ব্যাপক আস্থা ফুটে উঠেছে।

এপি'র রিপোর্টে বলা হয়, অসংখ্য চীনা নিজ দেশে অবাধে যাতায়াত করছে, এটি অভূতপূর্ব ঘটনা। রিপোর্টে বলা হয়, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের প্রধান পর্যটন এলাকাগুলোতে পর্যটকদের সংখ্যা প্রথম প্রান্তিকের চেয়ে ১৫৯ শতাংশ বেশি হয়েছে। এপি জানায়, এ বছরের জুন ও জুলাই মাসে চীনের জনপ্রিয় পর্যটন এলাকায় পর্যটকের সংখ্যা গত বছরের পরিমাণের ৯০ শতাংশ হয়েছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040