এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত
  2020-10-02 18:45:36  cri

অক্টোবর ২: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক টুইটের মাধ্যমে তিনি ও তাঁর স্ত্রী মেলানিয়া করোনাভাইরাস পজিটিভ হয়েছেন বলে জানান। দু'জনেই বর্তমানে কোয়ারিন্টিনে আছেন।

প্রেসিডেন্টের চিকিত্সক এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ভালো আছে এবং সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত তারা হোয়াইট হাউসেই থাকছেন। হোয়াইট হাউস অব্যাহতভাবে সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করবে বলেও তিনি জানান।

ভাইরাস টেস্টের ফল প্রকাশের কয়েক ঘন্টা আগে ট্রাম্প ফক্স টিভির একটি অনুষ্ঠানে স্বীকার করেন যে, তার একজন ঘনিষ্ঠ সহযোগী হোপ হিকস করোনাভাইরাস পজেটিভ হয়েছেন। তিনি সপ্তাহের শুরুতে ওহাইওতে বাইডেনের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল টিভি বিতর্কে যোগ দিতে আসা ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণ করেছিলেন।

এদিকে, ট্রাম্পের কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের খবর প্রকাশিত হবার পর পরই শেয়ার বাজারে তার নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়।

২৯ সেপ্টেম্বর ট্রাম্প ও বাইডেন প্রথম বিতর্কে অংশ নেন। দু'জন করমর্দন করেননি এবং নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বিতর্ক করলেও, এসময় দু'জনের একজনের মুখেও মাস্ক ছিল না। এখন জো বাইডেন ভাইরাসে আক্রান্ত হন কি না, সে দিকে দৃষ্টি সকলের। শেষ খবর পাওয়া পর্যন্ত, বাইডেন পক্ষ কোনোকিছু জানায়নি। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040