হু'র মহাপরিচালক আবারও মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব সংহতির আহবান জানালেন
  2020-10-02 18:41:53  cri
অক্টোবর ২: সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)- মহাপরিচালক তেদ্রোস আদ্‌হানম অনলাইনে ৭৫তম জাতিসংঘের সাধারণ পরিষদের মহামারির বিরুদ্ধে লড়াইসম্পর্কিত একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ করেন। এসময় তিনি আবারও নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারি প্রতিরোধে বিশ্ব সংহতির ওপর গুরুত্বারোপ করেন।

তেদ্রোস বলেন, নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারি বিশ্বকে গুরুতরভাবে আঘাত করেছে। বিজ্ঞান নতুন পরীক্ষার পদ্ধতি, থেরাপি এবং টিকার মাধ্যমে সমাধান সরবরাহ করছে, তবে সংহতিই সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার যোগ্য। নভেল করোনাভাইরাস নিউমোনিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সৃষ্ট নতুন তহবিলে অর্থের অভাব ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের। এই তহবিলের অর্থসংকট দূর হলে তা হবে মহামারি নিয়ন্ত্রণে, জনগণের আস্থা পুনরুদ্ধারে, ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য সহায়ক। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040