নাগরনো-কারাবাখে যুদ্ধ বন্ধের আহ্বান রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের নেতৃবৃন্দের
  2020-10-02 18:22:11  cri
অক্টোবর ২: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইনামুয়েল ম্যাক্‌খোঁ গতকাল (বৃহস্পতিবার) নাগরনো-কারাবাখ (নাকা) অঞ্চলে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। এক যৌথ বিবৃতিতে তারা আজারবাইজান-আর্মেনিয়ার সীমান্তবর্তী নাকা অঞ্চলে সহিংসতা বৃদ্ধির তীব্র নিন্দা জানান এবং যুদ্ধবিরতি বাস্তাবায়নের পর দ্রুত আলোচনায় বসতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান। (জিনিয়া/আলিম/শুয়েই)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040