অন্য দেশের কম্পানিকে দাবিয়ে রাখা যুক্তরাষ্ট্রের জন্য নতুন কিছু নয়: বিশেষজ্ঞের অভিমত
  2020-10-01 17:25:28  cri
অক্টোবর ১: চীনের তথ্যনিরাপত্তাবিষয়ক গবেষক চুও সিয়াও তং বলেছেন, অন্য দেশের কম্পানিকে দাবিয়ে রাখা যুক্তরাষ্ট্রের জন্য নতুন কিছু নয়। টিকটক তেমন অনেক কম্পানির মধ্যে একটি মাত্র। আগেও যুক্তরাষ্ট্র অনেক বিদেশি কম্পানির অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে, কিন্তু তার পক্ষে কোনো গ্রহণযোগ্য যুক্তি খাড়া করতে পারেনি।

তিনি বলেন, অন্য দেশের কম্পানিকে অযৌক্তিকভাবে দমন করার মার্কিন অপচেষ্টা মানবসভ্যতার বিকাশের পরিপন্থি। টিকটকের মামলায় আদালতের সাম্প্রতিক রায় সত্ত্বেও মার্কিন সরকার মূল পরিকল্পনা থেকে সরে আসবে না।

এদিকে, হার্ভার্ড বিজনেস রিভিউ ম্যাগাজিন সম্প্রতি বলেছে, টিকটকের ওপর নিষেধাজ্ঞা প্রমাণ করেছে যে, যুক্তরাষ্ট্র এখন আর বৈশ্বিক বাণিজ্যের গ্যারান্টার নয়, বরং বৈশ্বিক ব্যবসা-বাণিজ্যের জন্য হুমকিস্বরূপ। এতে খোদ যুক্তরাষ্ট্রের কম্পানিগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কলম্বিয়ার আদালত মার্কিন মোবাইল অ্যাপ স্টোর থেকে টিকটক সরানোর মার্কিন সরকারের নির্বাহী আদেশের কার্যকারিতা স্থগিত করে এক আদেশ দেয়। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040