জীববৈচিত্র্য রক্ষায় আরও বেশি প্রচেষ্টা চালানোর আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব
  2020-10-01 17:16:02  cri
অক্টোবর ১: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস গতকাল (বুধবার) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত জীববৈচিত্র্য শীর্ষ সম্মেলনে দেওয়া এক ভাষণে জীববৈচিত্র্য রক্ষায় আরও বেশি প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

গুতেরহিস বলেন, জীববৈচিত্র্য এবং একটি ভাল বাস্তুতন্ত্র মানুষের অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্যারিস চুক্তি বাস্তবায়নের সাথে সম্পর্কিত। তবে, ২০২০ সালের জন্য নির্ধারিত জীববৈচিত্র্য সংরক্ষণ লক্ষ্যগুলির মধ্যে একটিও এখনও অর্জিত হয়নি। সুতরাং, দেশগুলির উচিত সুরক্ষা প্রচেষ্টা বাড়ানো।

তিনি বলেন, সরকারগুলোর উচিত জীববৈচিত্র্যকে আর্থিক নীতিমালা তৈরির অন্যতম মানদণ্ড হিসাবে ব্যবহার করা। জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে দুর্বল গোষ্ঠী ও আদিবাসীদের জীবন-জীবিকা রক্ষারও আহ্বান জানান তিনি।

এ ছাড়া, গুতেরহিস জীব-বৈচিত্র্য রক্ষার জন্য ২০২০-পরবর্তী বৈশ্বিক কাঠামো প্রণয়নের আহ্বানও জানিয়েছেন। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040