প্রজাতন্ত্রের বীরদের প্রশংসায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
  2020-09-30 18:54:02  cri
সেপ্টেম্বর ৩০: নতুন চীনের ৭১ বছরের উন্নয়নের দিকে ফিরে তাকালে দেখা যাবে, অগণিত বীর দেশের সমৃদ্ধি ও জাতীয় পুনরুজ্জীবনের জন্য এক-একটি দুর্দান্ত অধ্যায় লিখেছেন। চীনের সিপিসি'র সাধারণ সম্পাদক সি চিন পিং অনেক অনুষ্ঠানে বীর রোলমডেলদের প্রশংসা করেছেন।

২০২০ সালে হঠাৎ নভেল করোনাভাইরাস মহামারি শুরু হয়। ২০০৩ সালে ঝং নানশান চিকিত্সার প্রথম লাইনে লড়াই করেছিলেন এবং ১৭ বছর পরেও তিনি তা করেছেন। ৮ সেপ্টেম্বর নভেল করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের পুরষ্কৃত করা হয়। জাতীয় পুরষ্কার বিতরণী সম্মেলনে সাধারণ সম্পাদক সি চিন পিং ঝং নানশানকে দেশের সর্বোচ্চ সম্মান "প্রজাতন্ত্রের পদক" প্রদান করেন। এসময় ঝং নানশান বলেছিলেন, "আমি মনে করি এটি পুরো মেডিকেল স্টাফ গ্রুপের জন্য একটি স্বীকৃতি। অনেক মেডিক্যাল স্টাফ আমার চেয়ে বেশি কাজ করেন।"

প্রেসিডেন্ট সি তার প্রশংসা করে বলেন, "ঝং নানশান বলেন, 'আমি শুধু একজন ডাক্তার।' তবে জনগণ বলেন যে 'আমরা আপনার সাথে স্বাচ্ছন্দ্যবোধ করছি।' তারা নতুন যুগের সবচেয়ে প্রিয় মানুষ। দেশটি কখনও ভুলবে না, জনগণ কখনই ভুলবে না, ইতিহাস কখনও ভুলবে না।"

চলতি বছরের জুনের পর থেকে চীনের অনেক জায়গায় অবিরাম ভারী বৃষ্টিপাত হয়। ১৯ অগাস্ট চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জলব্যবস্থা পর্যবেক্ষণ করতে এবং বন্যা প্রতিরোধের লড়াইয়ের প্রথম সারির কর্মীদের সাথে সাক্ষাত করেন। তিনি এ জন্য আনহুই প্রদেশের হেফেই শহরের ছাওহু হ্রদের বাঁধে যান। তিনি বলেন, "আমি বন্যার বিরুদ্ধে লড়াই করা ও দেশজুড়ে সকল উদ্ধারকর্মী কমরেডদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই!" বন্যা মোকাবিলা করতে গিয়ে মৃত্যুবরণকারী তিন কমরেডের স্বজনদের উদ্দেশ্যে তিনি আবেগের সাথে বলেন: "আপনাদের আত্মীয়স্বজনরাও মাতৃভূমির মানুষের আত্মীয় এবং তারা আমাদের মনে বীর।" (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040