৭৫তম জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক
  2020-09-30 16:17:39  cri
সেপ্টেম্বর ৩০: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম শীর্ষ সম্মেলন গতকাল (মঙ্গলবার) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শেষ হয়। নভেল করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন হুমকি ও চ্যালেঞ্জের মুখে অধিকাংশ শীর্ষনেতা বহুপক্ষবাদ ও জাতিসংঘের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সমাপনী অনুষ্ঠান জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলখান বজকির বলেন, এবারের সম্মেলনের বিষয় বৈচিত্র্যময় এবং আয়োজনের পদ্ধতিও একটু বিশেষ ধরনের। অধিকাংশ নেতা মনে করেন, একতরফাবাদ মহামারির বিস্তার রোধ করতে পারে না। বহুপক্ষবাদ হলো মহামারি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার সবচেয়ে নির্ভরযোগ্য ব্যবস্থা।

নিজের কার্যমেয়াদে মূলত তিনটি সমস্যার সমাধান করবেন বলে বজকির উল্লেখ করেন। এ তিনটি সমস্যা হলো: মহামারির প্রাদুর্ভাবের সতর্কাবস্থা প্রতিষ্ঠা, সংকট মোকাবিলায় সহনশীলতা জোরদার করা, এবং টিকা প্রাপ্তির ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করা।

বিভিন্ন দেশের নেতৃবৃন্দ নিজ নিজ ভাষণে টেকসই উন্নয়নের লক্ষ্য এবং দশ বছরব্যাপী অভিযানসহ বিভিন্ন ক্ষেত্রে যে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রশংসা করেন বজকির।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম শীর্ষ সম্মেলন ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হয়। ১৭০টি দেশের নেতা, সরকারপ্রধান এবং উচ্চপদস্থ প্রতিনিধিরা অনলাইনের মাধ্যমে শীর্ষ সম্মেলনে অংশ নেন। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040