চীন ও আর্জেন্টিনার প্রেসিডেন্টদ্বয়ের ফোনালাপ অনুষ্ঠিত
  2020-09-30 15:44:01  cri

সেপ্টেম্বর ৩০: গতকাল (মঙ্গলবার) রাতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফারনান্দেজ ফোনালাপ করেছেন।

সি চিন পিং বলেন, কোভিড-১৯ মহামারি বিশ্বের জন্য কঠিন একটি চ্যালেঞ্জ। মহামারির সামনে চীন ও আর্জেন্টিনা দেশের মানুষের জীবনকে প্রথম স্থানে রেখেছে এবং পরস্পরকে সহায়তা দিয়েছে। চীন অব্যাহতভাবে আর্জেন্টিনাকে যথাসাধ্য সহায়তা দিতে চায় এবং টিকা খাতে সহযোগিতা জোরদার করতে চায়।

সি চিন পিং জোর দিয়ে বলেন, আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় বেইজিং। আর্জেন্টিনার অর্থনীতি ও জীবিকা উন্নয়ন এবং চীন-আর্জেন্টিনা সহযোগিতায় আস্থাবান চীন। দু'দেশের বাস্তব সহযোগিতার মজবুত ভিত্তি ও সুপ্ত শক্তি রয়েছে। আরও বেশি গুণগতমানের কৃষি ও প্রাণীজপণ্য চীনের বাজারে স্বাগত জানান প্রেসিডেন্ট। তিনি বলেন, মানবজাতি একটি অন্তঃযোগাযোগের যুগে প্রবেশ করেছে। মহামারি মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারে সহযোগিতা করা উচিত্। চীন ও আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশ। চীন আর্জেন্টিনার সঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা ও বহুপক্ষীয় ব্যবস্থার কাঠামোতে সমন্বয় জোরদার করতে, বহুপক্ষবাদ সমর্থন দিতে, উন্মুক্ত ও সহনশীল বিশ্ব অর্থনীতি গড়ে তুলতে, সবুজ ও নিম্ন কার্বন নির্গমনের টেকসই উন্নয়নে অবিচল থাকবে। পাশাপাশি, আন্তর্জাতিক ব্যবস্থা ও শৃঙ্খলা এগিয়ে নিতে চীন ইচ্ছুক বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট সি।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040