খাদ্য নষ্ট ও অপচয় কমাতে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার আহ্বান
  2020-09-30 14:25:08  cri
সেপ্টেম্বর ৩০: খাদ্য নষ্ট ও অপচয় বর্তমান যুগের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। কৃষি ও খাদ্য ব্যবস্থার ডিজিটালকরণ ও খাদ্য বাজারের চ্যানেল পুনর্বিন্যাসের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। গতকাল (মঙ্গলবার) 'প্রথম আন্তর্জাতিক খাদ্য নষ্ট ও অপচয়বিরোধী প্রচারণা দিবস' উপলক্ষ্যে আয়োজিত এক অনলাইন সম্মেলনে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার মহাসচিব ছু তোং ইউ এ কথা বলেন।

তিনি বলেন, খাদ্য নষ্ট ও অপচয় কমানো সকলের অভিন্ন দায়িত্ব। প্রতিটি পরিবারের শিশুদেরকে খাদ্যের মূল্য শেখাতে হবে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরহিস তাঁর ভাষণে বলেন, নৈতিকতার দিক থেকেও খাদ্য নষ্ট ও অপচয় সহ্য করা যায় না। একদিকে সকল মানুষকে খাওয়াতে বিশ্বের যথেষ্ট খাদ্য আছে, অন্যদিকে ৬৯ কোটি মানুষ অনাহারে কষ্ট পাচ্ছেন এবং ৩০০ কোটি মানুষ পুষ্টিকর খাবার পাচ্ছেন না। খাদ্য নষ্ট ও অপচয় কমাতে এবং মানবজাতির জন্য কল্যাণ সৃষ্টি করতে সবার প্রতি ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি।

২০১৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ২৯ সেপ্টেম্বরকে 'আন্তর্জাতিক খাদ্য নষ্ট ও অপচয়বিরোধী প্রচারণা দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040