উন্নত দেশগুলোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উন্নয়নশীল বিশ্বের
  2020-09-29 19:29:00  cri
সেপ্টেম্বর ২৯: গতকাল (সোমবার) জাতিসংঘের মানবাধিকার নির্বাহী পরিষদের ৪৫তম সম্মেলনে উন্নয়নশীল দেশগুলো যুক্তরাষ্ট্র, ইইউ, জার্মানি, ফিনল্যান্ড, সুইডেন ও নরওয়ে'র বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে।

চীনা প্রতিনিধি সম্মেলনে বলেন, করোনাভাইরাস মহামারির ফলে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্রে সামাজিক বৈষম্য ও অসাম্য বেড়েছে। জনগণ, বিশেষ করে দুর্বল গোষ্ঠীর জীবনের অধিকার ও স্বাস্থ্যের অধিকারকে নিশ্চিত করা হয়নি। এসব দেশ নিজের সমস্যা পর্যালোচনা করে না, বরং সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে, যা যুক্তিযুক্ত নয়। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040