মার্কিন প্রশাসনের চূড়ান্ত লক্ষ্য 'ছিনিয়ে এনে দখল': বিশেষজ্ঞদের অভিমত
  2020-09-29 18:36:53  cri
সেপ্টেম্বর ২৯: স্থানীয় সময় গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের কলম্বিয়ার আদালত মার্কিন মোবাইল অ্যাপ স্টোর থেকে টিকটক সরানোর মার্কিন সরকারের নির্বাহী আদেশের কার্যকারিতা স্থগিত করে এক আদেশ দিয়েছে। শুনানিতে টিকটকের আইনজীবী জন হল বলেন, মার্কিন মোবাইল অ্যাপ স্টোরগুলিতে টিকটকের অ্যাক্সেসের ওপর যে-কোনো ধরনের নিষেধাজ্ঞাই "নজিরবিহীন" এবং "অযৌক্তিক" হবে।

"জাতীয় নিরাপত্তার জন্য" টিকটক ডাউনলোড নিষিদ্ধ করা হয়েছে বলে মার্কিন বিচার বিভাগের দাবি সম্পর্কে হল বলেন, টিকটক মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে কোনো প্রমাণ নেই। টিকটক মার্কিন সরকারের "রাজনৈতিক বৈরিতা"-র শিকার।

চীন সাইবারসিকিউরিটি রিভিউ টেকনোলজি অ্যান্ড সার্টিফিকেশন সেন্টারের সিনিয়র ইঞ্জিনিয়ার ছি ইয়েই বলেন, টিকটকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মার্কিন কম্পানিগুলির সাথে সম্পর্কিত লেনদেনের অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য টিকটকের নিয়ন্ত্রণ এবং মূল প্রযুক্তি দখল করা। জাতীয় নিরাপত্তা অজুহাত আসলে আধিপত্যবাদী আচরণকে জায়েজ করার অপচেষ্টা মাত্র। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040