চীনের নতুন অবকাঠামো নির্মাণের ঢেউ বৈশ্বিক অর্থনীতির সহায়ক হচ্ছে: বিদেশি গণমাধ্যম
  2020-09-29 16:32:04  cri

সে

প্টেম্বর ২৯: নভেল করোনাভাইরাস মহামারি সাফল্যের সঙ্গে নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে চীনের অর্থনীতি আবারও দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। চীনা সরকার ব্যাপকভাবে অভ্যন্তরীণ নতুন অবকাঠামো নির্মাণের প্রকল্পে পুঁজি বিনিয়োগ করছে। এতে, একদিকে চীনে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে অবকাঠামোর নির্মাণের জন্য লৌহ আকরিক, নিকেল, তামা ও দস্তাসহ বিভিন্ন ধাতুর চাহিদাও ব্যাপকভাবে বেড়ে গেছে। আর এর ফলে বৈশ্বিক ধাতুশিল্প উপকৃত হচ্ছে এবং বৈশ্বিক অর্থনীতির পারফর্মেন্স পূর্ব-প্রত্যাশিত লক্ষ্যের চেয়ে ভালো হচ্ছে। সম্প্রতি বিদেশি তথ্যমাধ্যগুলো এমন ধারা মন্তব্য করেছে।

গণমাধ্যমগুলো বলছে, বর্তমানে চীন ব্যাপকভাবে নতুন অবকাঠামোর পরিকল্পনা বাস্তবায়ন করছে। ক্লাউড কম্পিউটিং, বিগডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফাইভ-জি, শিল্প ইন্টারনেটসহ নতুন তথ্য পরিকাঠামো খাতে চীনের পুঁজি বিনিয়োগের পরিমাণও বেড়েছে।

ব্রিটেনের ক্যাপিটাল ইকনোমিক্সের বিশ্লেষক ক্যারোলাইন বাইন বলেন, চীনে জিডিপি'র পুনরুদ্ধার অন্য দেশের তুলনায় অনেক দ্রুত হয়েছে এবং শক্তিশালীও হয়েছে। এটি আন্তর্জাতিক ধাতু বাজারের জন্য সুখবর এবং বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধারের প্রতীক।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, বিশ্বে তামার মোটের ভোগের অর্ধেকই চীনের। এখন আন্তর্জাতিক বাজারে তামার দাম বিগত দু'বছরের মধ্যে নতুন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এর কারণ হলো, অগাস্ট মাসে চীনের অর্থনীতি অব্যাহতভাবে পুনরুদ্ধারের প্রবণতা বজায় রেখে এসেছে। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040