চীনে বৈদ্যুতিক গাড়ি খাতে ১৫০০ কোটি ইউরো বিনিয়োগ করবে ভোকসওয়াগন
  2020-09-29 16:18:58  cri
সেপ্টেম্বর ২৯: চীনে বৈদ্যুতিক গাড়ি খাতে ১৫০০ কোটি ইউরো বিনিয়োগ করবে জার্মানির গাড়ি নির্মাতা কোম্পানি ভোকস্‌ওয়াগন। কোম্পানির গ্লোবাল ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান হার্বার্ট ডিয়েস গতকাল (সোমবার) এ তথ্য জানিয়ে বলেন, ২০২৪ সাল পর্যন্ত বৈদ্যুতিক গাড়ি খাতে বিশ্বব্যাপী ৩৩০০ কোটি ইউরো বিনিয়োগ করবে ভোগস্‌ওয়াগন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এদিন চীনের হাইখৌ শহরে উদ্বোধন হওয়া 'বিশ্ব নতুন জ্বালানিচালিত যানবাহন' সম্মেলনে নিজের ভিডিও-ভাষণ প্রকাশ করেন তিনি। ভাষণে তিনি বলেন, সাময়িক প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা, আন্তঃমহলের সমন্বিত সহযোগিতা, এবং অভিন্ন কল্যাণ অর্জনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভোকসওয়াগন চীনের সঙ্গে মহামারির সবচেয়ে কঠিন সময় অতিক্রম করে এসেছে। এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040