চীন-কিউবা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপন
  2020-09-29 15:17:46  cri

সেপ্টেম্বর ২৯: গতকাল (সোমবার) রাতে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীনে কিউবার দূতাবাসে অনুষ্ঠিত চীন-কিউবা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে ওয়াং ই বলেছেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০ বছরে চীন ও কিউবা ভালো ভাই, কমরেড ও অংশীদারে পরিণত হয়েছে। দু'দেশ পরস্পরের সার্বভৌমত্ব স্বাধীনতা ও জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন দিয়েছে। দু'দেশ একসঙ্গে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করেছে। দু'দেশের অভিন্ন আদর্শ ও বিশ্বাস আছে এবং বিশ্বের শান্তি রক্ষা ও মানবজাতির উন্নয়ন এগিয়ে নিচ্ছে দুই দেশ। চীন হল কিউবার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ক্যারিবিয়ান অঞ্চলে কিউবা হল চীনের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

ওয়াং ই আরও বলেন, কিউবার সঙ্গে দু'দেশের নেতার গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে, পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করতে এবং সহযোগিতা সম্প্রসারিত করতে চায় চীন। চীন ও কিউবাসহ আন্তর্জাতিক সমাজের উচিত্ আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষা করা এবং শক্তির রাজনীতি ও বহিরাগতদের হস্তক্ষেপের বিরোধিতা করা।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040