আধিপত্যবাদের মাধ্যমে অন্য দেশকে উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত করতে পারে না কোনও বড় দেশ: ওয়াং ই
  2020-09-29 15:16:54  cri

সেপ্টেম্বর ২৯: গতকাল (সোমবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, শান্তি যদি চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তাহলে অভিন্ন, সার্বিক, সহযোগিতামূলক ও টেকসই নতুন নিরাপত্তা ধারণার মাধ্যমে তা সমাধান করা উচিত্। উন্নয়নের ঘাটতি পূরণে নবায়ন, সমন্বয়, সবুজ, উন্মুক্তকরণ ও ভাগাভাগির নতুন ধারণা প্রয়োজন। শান্তি ও উন্নয়ন রক্ষায় বড় দেশের বিশেষ দায়িত্ব পালন করা উচিত। অন্য দেশের নিরাপত্তা নষ্ট করে নিজ দেশের নিরাপত্তা রক্ষা করা ও আধিপত্যবাদের মাধ্যমে অন্য দেশকে উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত করা উচিত্ নয়। চীন দৃঢ়ভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলবে এবং নানা দেশের সঙ্গে তথাকথিত 'নিজের দেশ প্রথম' ও 'জিরো সাম গেমের' বিরোধিতা করবে বলে উল্লেখ করেন ওয়াং ই।

উল্লেখ্য, জাতিসংঘ সনদে চীন প্রথম স্বাক্ষর করেছে। চীন বিশ্বের শান্তি ও উন্নয়ন থেকে উপকৃত হয়েছে এবং তাই সবসময় বিশ্বের শান্তি ও উন্নয়ন রক্ষায় প্রচেষ্টা চালাবে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040